বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03রাজনীতি

বাদলকে সংগ্রামী শুভেচ্ছা জানালেন গিয়াসউদ্দিন, ঐক্যের আহ্বান

# গিয়াস ভাই আমাকে দেশে আসার পরামর্শ দেন: বাদল
# জীবন বাঁচাতে দেশ থেকে চলে যেতে হয়েছে বাদলের: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজ বাস ভবনে নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাবেক এম গিয়াসউদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান ইমাম হোসেন বাদল।

ইমাম হোসেন বাদল বলেন, বিভিন্ন মামলা হামলার কারণে জীবন রক্ষায় দেশ ত্যাগ করতে হয়েছে আমার। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের রক্তের উপর দিয়ে যখন শেখ হাসিনা পালিয়ে যায়। তখন আমার সাথে গিয়াস ভাইয়ের কথা হয়। তিনি দলের জন্য আমাকে দেশে আসার পরামর্শ দেন। আমি আসার সময় গিয়াস ভাই একটা পারিবারিক কাজে নারায়ণগঞ্জের বাহিরে ছিলেন। তাই তার সাথে দেখা করা হয়ে উঠে নাই। তারই ধারাবাহিকতায় আজ নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম।

ইমাম হোসেন বাদলকে পেয়ে আনন্দিত হয়েছেন মুহাম্মদ গিয়াসউদ্দিনও। তিনি তাঁর দলের ত্যাগের কথাসহ নানান বিষয় তুলে ধরেন নেতাকর্মীদের সামনে। বিএনপিকে শক্তিশালী করতে ইমাম হোসেন বাদলের মতো নেতাকে নিয়ে রাজনীতি পথচলার এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ইমাম হোসেন বাদল একজন নির্যাতিত নেতা। সে গত ১৭ বছর অনেক নির্যতনের শিকার হয়েছে। কয়েকবার কারাভোগ করেছেন। বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে জীবন বাঁচাতে দেশ থেকে চলে যেতে হয়েছে তার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গেছে, তাই সে আমার আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা চাই ঐক্যের মধ্যে দিয়ে আমাদের দল বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে।

এ সময় স্থানীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email