বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী আফগানিস্তান, রাষ্ট্রীয় দাওয়াত পেলেন মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান আফগানিস্তানের ট্রেড ইকোনমিক ডিভিশন প্রধান মিস্টার ওয়ায়ের্স।
শনিবার দুপুর ২টায় চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, আফগানিস্তানে বাংলাদেশের তৈরি ওষুধ অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তারা পোশাক আমদানির জন্য চীন ও ভারতের ওপর নির্ভরশীল হলেও এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে। তিনি বলেন, “আফগানিস্তানের যারা পোশাক আমদানিকারক, তারা এখন বাংলাদেশ থেকে আমদানি করতে চাইছে।”
আলোচনায় উঠে আসে যে, আফগানিস্তান থেকে বাংলাদেশে কী কী পণ্য রপ্তানি করা যায়, সে বিষয়েও তারা আগ্রহ দেখিয়েছে। মিস্টার ওয়ায়ের্স আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদলকে তাদের দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মোহাম্মদ হাতেম জানান, তারা এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বাণিজ্য উপদেষ্টাসহ একটি দল খুব শিগগিরই আফগানিস্তান সফরে যেতে পারেন।
সাক্ষাৎ শেষে মিস্টার ওয়ায়ের্স নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে অবস্থিত কম্পোজিট নীটওয়্যার ইন্ডাস্ট্রি এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং লি. পরিদর্শন করেন।। বাংলাদেশের পোশাক কারখানাগুলোর আধুনিকতা ও সৌন্দর্যে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের শিল্প এত সুন্দর, তা আগে কখনো বুঝতে পারিনি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক মো. আব্দুল হান্নান ও শাহরিয়ার সাইদ।