বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led04ফতুল্লা

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ বৃদ্ধ

 

লাইভ নারায়ণগঞ্জ: পাড়ার চায়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।

গত দু’দিন সম্ভব্য সকল স্থানে খুঁজে সেই বৃদ্ধের খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ২২ অক্টোবর বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করেছে তাঁর ছেলে জহিরুল ইসলাম। জিডি নং-১৫৫৭।

নিখোঁজ বৃদ্ধের নাম বাবুল আহম্মেদ। সে জামতলা এলাকার বাসিন্দা।

জিডিতে জহিরুল ইসলাম জানান, সম্প্রতি হওয়া স্ট্রোকের কারণে অনেক কিছুই মনে রাখতে পারতেন না বাবুল আহম্মেদ। সে ২১ অক্টোবর সন্ধ্যায় চা প্রাণের উদ্দেশ্যে দোকান যান। প্রতিদিন রাত ৭টা থেকে ৮টার মধ্যে বাড়ি ফিরেন। তবে, সেদিন আর বাড়ি ফিরেনি। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজা হয়েছে। খুঁজে না পেয়ে ২২ অক্টোবর থানায় সাধারণ জিডি করেছেন। এখন পরিবারের সদস্যরা তাকে পেতে স্যোশাল মিডিয়াসহ সকল স্থানে সহযোগীতা চাইছেন।

যদি কেউ নিখোঁজ বাবুল আহম্মেদের সন্ধান পেয়ে থাকে, তাহলে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মোবাইল নম্বর: ০১৬১৬৩০২০৩০

RSS
Follow by Email