বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
Led02রাজনীতি

বাজারে কৃত্রিম সংকট তৈরির বিষয়ে প্রশাসন ও জনগণকে সতর্ক থাকতে হবে: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বাযক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আসা উচিত। কিন্তু দীর্ঘদিন ধরে একচেটিয়াভাবে কিছু গোষ্ঠী সমিতিগুলো দখল করে রেখেছে। তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। প্রশাসন ও জনগণকে এই চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রশাসন বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে। তবে শুধু প্রশাসনের আন্তরিকতা যথেষ্ট নয়, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সামাজিক নেতাদেরও সজাগ থাকতে হবে, যাতে জনগণ রমজানে স্বস্তিতে থাকতে পারে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত থেখে এ কথা বলেন এড. সাখাওয়াত।

বক্তব্য তিনি আরও বলেন, ‘রোজার মাসে ব্যবসায়ীদের ১১ মাসের ব্যবসা এক মাসে করার প্রবণতা আছে, যা ঠিক নয়। তিনি বলেন, “রমজানে চাল, তেল, চিনি, ফলমূল ও খেজুরের চাহিদা বেশি থাকে। যেহেতু খেজুর ও ফল আমদানিকৃত পণ্য, তাই এর দাম হঠাৎ বাড়ার কথা নয়। কিন্তু দেখা যায়, রমজানের প্রথম দিকে এক দাম, আর শেষের দিকে আরেক দাম হয়। এসব আমদানিকৃত পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি ও বিক্রয় মূল্যের সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। বিশেষ করে তেলের বাজার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, যা পুরো দেশে নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে বেগুনের দাম ৩০-৩৫ টাকা কেজি, তাহলে রোজার সময় কেন ৭০-১০০ টাকা হবে? এসব মনিটরিং করা জরুরি।’

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) কুতুবুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর সাবেক মহানগর আমীর মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।

RSS
Follow by Email