রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03শিক্ষাসদর

বাচ্চাদের গড়ে তুলতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য: মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘বঙ্গবন্ধু যদি জাতিকে উদ্বুদ্ধ না করতেন, তাহলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু কন্যা এদেশকে যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সংগ্রাম কিন্তু এখনো সমাপ্ত হয় নাই। তাই বাচ্চাদের গড়ে তুলতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বঙ্গবন্ধু যেরকম বাংলাদেশ চেয়েছিলেন, সেরকম দেশ বানানো কিন্তু এখনো বাকি রয়েছে।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কলেজে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।’

নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরমুজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পা, কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজাসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

RSS
Follow by Email