মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
Led02রাজনীতি

বাচ্চাদের খারাপ বন্ধু ও মোবাইল থেকে দূরে রাখতে হবে: জিএম সাদরিল

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো একটি বাচ্চার শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই প্রথম ধাপ উত্তির্ণ হওয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ তাদের জীবনে আসবে। তবে শিক্ষক এবং অভিভাবকদের উচিত হবে এখন থেকে বাচ্চাদের প্রতি সময় দেওয়া। অনেক অভিভাবকদের ক্ষেত্রে দেখা যায়, তারা চাকরি করেন বাচ্চারা তেমন সময় দিতে পারেন না, তবে এই জিনিসটাই বাচ্চাদের উপর অনেক প্রভাব ফেলে। শুধু স্কুলে ভর্তি করে পড়ালেখা করালেই হবে না, অভিভাবকদের বাচ্চাদের প্রতি সময় দিতে হবে, বাচ্চারা পড়ালেখা ঠিকমতো করছে কিনা তাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এই সভায় এ কথা বলেন জিএম সাদরিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্কুলে একজন শিক্ষক শুধু পড়া দেবেন এখানেই তার দায়িত্ব শেষ। পরবর্তীতে বাসায় গিয়ে একটি বাচ্চার পড়ালেখা কেমন চলছে, কিভাবে চলছে সেই বিষয়টা খোঁজ রাখার দায়িত্ব মা-বাবার। বাচ্চারা যে স্কুলে পড়ছে সেখানে তার বন্ধুর সার্কেল টা কেমন সেই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। কোন সময় দেখা যাচ্ছে আপনার বাচ্চাটা ভালো কিন্তু খারাপ বন্ধুদের পাল্লায় পড়েও সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। বাচ্চাদের খারাপ বন্ধু এবং মোবাইল থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদের ছোট থেকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। যদি ছেড়ে ছোট থেকে ভালো জিনিসগুলো তার মাথায় ঢোকে তাহলে বড় হয়েছে ভালো হবে। না হলে দেখা যাবে সন্তান বড় হওয়ার পর বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, বিয়ের পর বউ নিয়ে অন্যত্র চলে যাচ্ছে মা বাবার খবর রাখছে না। সকল বাবা মার সন্তানের থেকে অনেক আশা ভরসা থাকে। কিন্তু সকল বাচ্চারা সেই স্বপ্ন পূরণ করতে পারে না। একটা সময় গিয়ে বাচ্চারা নষ্ট হয়ে যায় শুধুমাত্র অভিভাবকদের গাইডলাইনের অভাবে। মা বাবার কাছে সন্তানের সবথেকে মূল্যবান সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারই।

অনেক শিক্ষকও এই শিক্ষকতাকে পেশা মনে করে। তারা আসে কোন রকম কিছু পড়া দিয়ে চলে যায়। এটি পেশা নয়, আপনার বাসায় আপনার শিশুকে যেভাবে যত্ন করেন এখানে এসে ছাত্রদের আপনার বাচ্চার মত যত্ন করতে হবে। স্কুলের বাচ্চাদের খোলামেলা মাঠের অভাবের কথা শুনেছি। আমার পিতা যদি এবার নির্বাচনে আপনাদের সেবা করার দায়িত্ব পায়, স্কুলের জন্য একটা মাঠের ব্যবস্থা আমরা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা:খাদিজা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও থানা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক টি.এইচ.তোফা, -প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. হাবিবুর রহমান(মাসুম) প্রমুখ।

RSS
Follow by Email