রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led05সোনারগাঁ

বাগেরহাটে সাংবাদিক হত্যা: প্রধান আসামি সোনারগাঁও থেকে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে যে, বাগেরহাট কেন্দ্রিক র‍্যাব-৬ এবং নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সাংবাদিক হায়াতকে হত্যার ঘটনায় গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহত এস এম হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়।

র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি ইস্রাফিলকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

RSS
Follow by Email