রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
Led04বিনোদন

বাউল-ফকির, সন্যাসীরা দেশে অনিরাপদ হয়ে পড়েছে: রফিউর রাব্বি

লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে কাশীপুরের নরসিংপুরে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমিতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী বার্ষিক লালন সাধুসঙ্গ। মুক্তিধাম আশ্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফকির শাহজালালের সভাপতিত্বে এ আয়োজনের উদ্বোধন করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকির পিয়ার সাঁই।

রফিউর রাব্বি বলেন, আজকে বাউল-ফকির, সন্যাসীরা দেশে অনিরাপদ হয়ে পড়েছে। দেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠী, ধর্মের, মতের, পথের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের থাকলেও রাষ্ট্র তা পালনে ব্যর্থ হচ্ছে। এক শ্রেণির সাম্প্রদায়িকগোষ্ঠীর কাছে সরকার ক্রমাগত জিম্মি হয়ে পড়ছে। বিভিন্ন ধর্ম-মত-পথের সম্মিলনে সমাজের যে বৈচিত্র, সৌন্দর্য তা প্রতিনিয়ত ব্যহত হচ্ছে। সরকার কেবলি একমুখি সমাজ গঠনের দিকে ধাবিত হওয়ায় সমাজে বিভাজন তীব্রতর হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে চব্বিশে বহু মতের বহু পথের যে ঐক্য গড়ে উঠেছিল তা আজকে ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। সমাজে প্রতিনিয়ত সহিংস, অসহিষ্ণু মানুষের সংখ্য বৃদ্ধি পাচ্ছে। বাউল ফকিরদের চুল-দাড়ি কেটে দিচ্ছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, মাজার-খানকায় আগুন দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে— এ সবই করা হচ্ছে ধর্ম রক্ষার নামে।
তিনি বলেন, মানুষে মানুষে বৈষম্য, হানাহানির বিরুদ্ধে ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হাজার বছর আগে যে ধর্মের আবির্ভাব হয়েছিল আজ এক শ্রেণির মানুষ সে ধর্মকে নিপীড়নের হাতিয়ার করেছে। লালন ধর্মের নামে এই অনাচারের বিরুদ্ধে ছিলেন, মানুষে মানুষে বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। মানবজাতীকে ধর্ম-জাতপাতের নামে খণ্ডিত করে, বিভাজিত করে শোষন-বঞ্চনার মাধ্যমে মহামানবের অপমানের বিরুদ্ধে ছিলেন। বাউল-সুফী সাধকদের পথ অহিংস পথ, এখানে সহিংসতার কোন স্থান নেই, কিন্তু বার বার তাদেরকে সহিংস-আক্রমণের শিকার হতে হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতিজন ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু ও দীনা তাজরীন। বক্তারা সম্প্রতি গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি করেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-শিল্পীবৃন্দ একে একে ‘সহজ মানুষ ভজে দেখ নারে মন’, ‘সত্য বল সুপথে চল’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘রাসুল রাসুল বলে ডাকি’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘সব লোকে কয় লালন কী জাত’, ‘মিলন হবে কত দিনে’ ইত্যাদি গান পরিবেশন করেন।

গান পরিবেশন করেন ফকির পিয়ার সাঁই, লাল চাঁদ ফকির, নুরেন মণ্ডল, চেতন মণ্ডল, পুষ্প মণ্ডল প্রমুখ শিল্পীবৃন্দ।

২৩ নভেম্বর সকাল থেকে শুরু হয় লালন সাঁই’র গান ও বাণী পরিবেশনা। গান পরিবেশন করেন শিল্পী শফি মন্ডল, পাগলা বাবলু, টোকন ফকির, নিঝুম মন্ডল, চেতন মন্ডল প্রমুখ শিল্পীবৃন্দ।

RSS
Follow by Email