বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যবসায়ীদের সাক্ষাৎ
#নিট শিল্প মালিকদের প্রতিনিধিত্বে মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ব্যাংকের সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (২০ আগস্ট) মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ব্যবসায়ীরা গভর্নরের সাথে সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আহসান এইচ মনসুরকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন গভর্নর এইচ মনসুর। এ আলোচনায় নিট পোশাক শিল্প মালিকদের প্রতিনিধিত্ব করেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
আলোচনায় ব্যবসায়ীরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণে গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবসায়ীদের সাথে গভর্নর এইচ মনসুরের ইডিএফ এর ফান্ড এর পরিমাণ বৃদ্ধি, লোনের কিস্তি পরিশোধ ৬ মাসের জন্য স্থগিত করা, ১ মাসের বেতনের টাকা সফ্ট লোন হিসেবে বরাদ্দ দেওয়াসহ নানান বিষয়ে আলাপ হয়।
এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ড. মো. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।