বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
Led02ধর্ম

বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন হাজিদের অবস্থান: ধর্ম উপদেষ্টা

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সরকারে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার অ্যাপ, ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজযাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে ফতুল্লার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তালীমিয়া মাদরাসার জায়গা ক্রয় অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আশকোনায় হজ ক্যাম্পে প্রি-অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজিদের লাগেজে ডিভাইস লাগিয়ে দেওয়া হবে। এতে হাজিদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন স্বজনদের অবস্থান। অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়ে যাবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সব ধরনের ব্যবস্থা থাকবে।

বিশ্বে একই দিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, আলেম ওলামাদের ভিন্নমত রয়েছে। বিজ্ঞ আলেম, মুফতি সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

RSS
Follow by Email