বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

বাংলাদেশে গরম বৃদ্ধির অন্যতম কারণ গাছ কেটে ফেলা: চন্দন শীল

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট।

বুধবার (৫ জুন) সকাল ৯টায় সুমিলপাড়াস্থ বিহারী ক্যাম্পের গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ণাঢ্য র‌্যালিটি অনুষ্ঠিত হয়। এছাড়া এফপিও স্কুলের ছাত্র/ছাত্রী মাঝে গাছের চারা বিতরন, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান চন্দন শীল।

প্রধান অতিথির বক্তব্যে চন্দনশীল বলেন, বাংলাদেশে যে গরম বৃদ্ধি পাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। আমরা গাছ কেটে ফেলি কিন্ত নতুন করে গাছ লাগানো হচ্ছে না, তাই আবহাওয়ার এই বিরুপ অবস্থা। আমরা আজকে যে গাছের চারা তোমাদের দিয়ে গেলাম সেগুলো তোমরা যত্ন সহকারে রোপন করবে এবং পরিচর্যা করে বাঁচিয়ে রাখবে। তাহলেই এই গাছ তোমাদের ছায়া দিবে, ফল দিবে এবং গরম কমিয়ে দিবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিহারী ক্যাম্পের গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ, ইউএলও, সিসিএ প্রকল্পের কর্মকর্তাগণ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ প্রমুখ।

RSS
Follow by Email