শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04ক্রীড়া

বাংলাদেশের ম্যাচ এশিয়া কাপে কবে কোথায়?

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে প্রকাশ হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দিন, ৩১ আগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ঘরের মাঠের লঙ্কানরা।

বাংলাদেশের পরের ম্যাচটি খেলতে হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বর ওই ম্যাচে টাইগারদের মোকাবেলা করতে হবে আফগানিস্তানকে।

সুপার ফোরে উঠলে আরও তিনটি ম্যাচ পাবে বাংলাদেশ, ফাইনালে উঠলে এই চারটিসহ সবমিলিয়ে ৬টি ম্যাচ পাবে টাইগাররা। টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে। সুপার ফোরে মোট ৬টি ম্যাচ। প্রতি দল পাবে তিনটি করে ম্যাচ। ৬ থেকে ১৫ সেপ্টেম্বর চলবে সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচ পাকিস্তানের লাহোরে। বাকি ৫ ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বো।

বাংলাদেশের ম্যাচের সূচি
৩১ আগস্ট-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর -বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর

RSS
Follow by Email