মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led05ফতুল্লা

বাংলাদেশি পাসপোর্ট বানাতে এসে রোহিঙ্গা তরুণী আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাংলাদেশি পাসপোর্ট বানানোর সময় এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তরুণীর নাম হাসিনা (২৯)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ হ্নিলার বাসিন্দা।

পুলিশ ও পাসপোর্ট অফিস সূত্র জানায়, হাসিনা দুপুর ৩টার দিকে পাসপোর্টের জন্য আবেদন করেন। কাগজপত্র যাচাই-বাছাই ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বুঝতে পারেন যে তিনি রোহিঙ্গা। তখন তারা পুলিশকে খবর দেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, “পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করার পর আমরা হাসিনাকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দালালের মাধ্যমে বাংলাদেশি সেজে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন।”

ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

RSS
Follow by Email