সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
জেলাজুড়ে

বাংলাদেশকে গড়তে শিশুদের সুন্দর বিকাশের গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের অধিকার সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শিশু নির্যাতন বন্ধে করণীয় ও শিশু অধিকার বাস্তবায়ন’ বিষয়ে শিশুদের সাথে বড়দের এক জেলা পর্যায়ের মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম-বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা শিশুদের উদ্দেশে বলেন, “আজকের শিশুরাই আগামীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীসহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে।”

এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার মহুয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিশুদের পক্ষে বক্তব্য রাখেন শান্ত, আদিবা, আনতারা, ইরতিফা, স্বপ্ন, হাজেরা ও আলিয়া প্রমুখ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান।

RSS
Follow by Email