রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04রাজনীতি

বহু প্রতিভার অধিকারী ছিলেন সাংবাদিক তোফাজ্জল: মাওলানা মঈনুউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ বলেছেন, সাংবাদিক তোফাজ্জল এর যে জিবন, এটা নিয়ে অল্প কথা বলে শেষ করা যাবে না। বহু প্রতিভার অধিকারী ছিলেন সাংবাদিক তোফাজ্জল। মানুষ হিসেবে সবার দুইটা দিক আছে। কেউ তাকে অনেক পছন্দ করতো, আবার কেউ হয় তো তাকে পছন্দ নাও করতে পারে। আমার মনে হয়, তোফাজ্জলকে পছন্দ করতো না, এমন মানুষ পাওয়া কঠিন।

প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্মরণে শনিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক শোক সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। দারুল ইশাবা হোসাইরিয়া খানকা শরীফের উদ্দ্যেগে শোক সভাটির আয়োজন করা হয়।

মাওলানা মঈনুউদ্দিন আরও বলেন, ৮ম শ্রেনি থেকে তোফাজ্জল আমার সাথেই থাকতো। তোফাজ্জলের আচরণ, তার জিবন, তার কার্যক্রম; সব কিছু মিলে মানুষ তোফাজ্জলকে স্মরণ করবে। আমরা এখানে যারা আছি, তোফাজ্জলের জিবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

শোক সভায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফতেহ মো: রেজা রিপন, দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের, প্রবিন সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম নুরু জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email