বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন রিয়াদ চৌধুরী
লাইভ নারায়ণগঞ্জ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
নতুন বছরের প্রথম দিনেই রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও তার নেতাকর্মীদের জন্য সুখবর।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে রিয়াজ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিটি ১ জানুয়ারি ২০২৬ তারিখে লেখা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় প্রাথমিক সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এছাড়া চিঠিতে আশা প্রকাশ করে বলা হয়, ভবিষ্যতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দলীয় ঐক্য সুদৃঢ় করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
