শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05ফতুল্লারাজনীতি

বহিঃ বিশ্বকে ৬০-৭০ পার্সেন্ট ভোট কাস্ট করে দেখাতে চাই: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ‘বাংলাদেশে দিকে শকুনদের দৃষ্টি পরেছে। শকুনরা ছোবল মারর জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে। ওরা চায় আমাদের সেন্টমার্টিন দ্বীপ। আমাদের নেত্রী কখনো তাদের সাথে আপোস করে নাই। নেত্রীর প্রতি বিশ্বাস রাখবেন, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। গোটা পরিবারকে হারিয়েও বাংলাদেশের মানুষের জন্য, উনি বঙ্গবন্ধুর হত্যার ৫বছরের মাথায় দেশে আসলেন। দেশের হাল ধরলেন, জাতিকে কলঙ্ক মুক্ত করলেন; আওয়ামী লীগকে ক্ষমতায় আনলেন।’

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কোতালের বাগ এসকে মডেল স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, ‘এখন লিংক রোড দিয়ে এখানে আসতে ৫মিনিট লাগবে। প্রধানমন্ত্রীর সিপাহসালার হিসেবে কাজ করছে আমাদের নেতা শামীম ওসমান। আমি জানি এই অঞ্চলে মান্য বৃষ্টি হলেই কৃত্রিম বন্যা হয়ে যায়, এটা তো আজকের সমস্যা না; অনেক আগের সমস্যা। আপনাদের কথা চিন্তা করে এই ডিএনডি প্রজেক্টের জন্য শামীম ওসমান ১৩শ কোটি টাকা ফান্ড এনেছে। আগামী বর্ষার আগে হয়তো কাজ শেষ হয়ে যাবে। আগে তো এই অঞ্চলে মাটির রাস্তা ছিলো। ১৯৯৬ সালে শামীম ওসমান সংসদ সদস্য হয়ে পাকা রাস্তা করলেন, রাস্তা প্রশস্ত করলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কিছু কিছু ধনী দেশ নিয়ে মাঠে নেমেছ। ওরা বলছে, বিএনপি ছাড়া নির্বাচনে ৫-১০ পার্সেন্ট ভোট পড়বে। আমরা বহিঃ বিশ্বকে ৬০-৭০ পার্সেন্ট ভোট কাস্ট করে দেখাতে চাই। বিএনপিকে ছাড়াও বাংলার জনগন ভোট দিতে পারে।’

‘শামীম ওসমানের একটা ম্যাসেজ দিতে চাই আপনাদের কাছে। শামীম ওসমান বলেছে, যে যে কেন্দ্রে ৬০ পার্সেন্ট ভোট কাস্ট হবে, আমরা তাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করবো।’

এসময় এস এন গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান নাজমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী প্রমুখ।

RSS
Follow by Email