শনিবার, নভেম্বর ২২, ২০২৫
Led01অর্থনীতি

বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বিষ্ফোরন, দগ্ধ ৬

লাইভ নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিষ্ফোরনে ৬ জন দগ্ধ হয়েছে। আহতদের জাতীয় বার্ণ ইনিস্টিউটে নেয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায়  এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে ।

তিনি আরও জানান, কয়লা ছিটকে শ্রমিকদের গায়ে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত নটার দিকে জানান হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

RSS
Follow by Email