সোমবার, মার্চ ১৭, ২০২৫
Led03সোনারগাঁ

বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে, চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউন ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিদর্শনের মাধ্যমে চীন-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

RSS
Follow by Email