শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02অর্থনীতিজেলাজুড়েফতুল্লাসোশ্যাল মিডিয়া

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ‘মডেল গ্রুপ’, ২হাজার পরিবারের ত্রাণ ডিসির কাছে হস্তান্তর

লাইভ নারায়ণগঞ্জ: ভয়াবহ বন্যায় কবলিত ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী দিয়েছে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মডেল গ্রুপ’। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যলয়ে ওই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন প্রতিষ্ঠানের গ্রুপ ডিরেক্টর কানাই সরকার ও জিএম মো. মনির হোসেন। এ সময় মডেল গ্রুপের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে বন্যার্তদের জন্য ২ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রীর হস্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে। প্রতি প্যাকেটের মধ্যে আছে চিড়া, আখের গুড়, শিশুদের জন্য গুড়া দুধ, চিনি, পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি, প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, পানি ও খাবার স্যালাইন।

ত্রাণ হস্তান্তর করে মডেল গ্রুপ’র গ্রুপ ডিরেক্টর কানাই সরকার বলেন, আমাদের মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ সাহেবের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে এসেছি। মডেল গ্রুপের পক্ষ থেকে সব সময় বন্যার্তিদের ত্রাণ দিয়েছি আগামীতে দিবো। আমরা যে কোন পরিস্থিতিতে দুর্যোগের মোকাবিলা করে থাকি। আমাদের এমডি সাহেব সব সময় সামাজিক কাজে জরিত থাকে। যে কোন সুবিধা দেয়ার জন্য আমরা প্রস্তুত। জেলা প্রশাসনের সাখে সব সময় সম্পৃক্ত থাকি।

তিনি বলেন, আজকে বন্যায় কবলিত মানুষের মাঝে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলাম। এটাই আমাদের শেষ না, আরও দিবো আমরা। এছাড়া আমরা ইতোপূর্বে ত্রাণ সামগ্রী দিয়েছি। আমাদের ত্রাণ সর্বস্তরের মানুষ পেয়েছে, এতে আমরা গর্বিত যে এমন একটা দুঃসময়ে জনগণের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে মডেল গ্রুপ সব সময় মানুষের পাশে থাকতে পারে। আমাদের প্রত্যাশা থাকবে এইসব মানুষের পাশে আমরা সব সময় থাকবো। আমরা জেলা প্রশাসকের পাশে থাকবো, আমরা জাতে আগামীতে এই ত্রাণ দিতে পারি এতে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন।

কানাই বলেন, আমরা আজকে প্রায় ২ হাজার প্যাকেট শুকনা খাবার, শিশু খাবার দিয়েছি। এতে পর্যাপ্ত পরিমানের খাবার রয়েছে। আমাদের আরও প্যাকেট প্রস্তুত করার কাজ চলছে। পর্যায়ক্রমে আমরা আরও দিবো। আমরা বিশেষ করে শিশুদের উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের এই খাবার কিছুদিন একটা পরিবার খেয়ে জীবন বাঁচাতে পারবে।

RSS
Follow by Email