মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতি

বন্যার্তদের সহায়তায় কেন্দ্রে না.গঞ্জ মহানগর বিএনপির ৫ লাখ টাকার অনুদান

লাইভ নারায়ণগঞ্জ: বন্যাদুর্গতদের সহায়তার ত্রাণ কার্যক্রম পরিচলনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অর্থ, শুকনা খাবার, পড়নের জামা-কাপড়সহ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্যের জন্য কাজ করছেন জেলা, থানা, ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় বিএনপির ত্রাণ তহবিলে ৫ লাখ টাকার অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ তহবিলে মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ অর্থ প্রদান করা হয়। কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির আহ্বায়ক এজেড জাহিদ হোসেন ও সদস্য সচিব এড. আব্দুস সালাম আজাদের হাতে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।

RSS
Follow by Email