বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

বন্যার্তদের মাঝে আজাদ-রিফাত ও ভালো সেন্টারের ত্রাণ বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নোয়াখালী ও লক্ষীপুর বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের নীট শিল্প প্রতিষ্ঠান আজাদ-রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট ও ভালো সেন্টার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাতে স্বেচ্ছাসেবীরা নারায়ণগঞ্জ থেকে ত্রাণ সহায়তা নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন।

সেখানে বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, বিশুদ্ধ পানি, দিয়াশলাই, মোমবাতি ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে আজাদ-রিফাত ফাইবার্স (প্রাঃ) লিঃ এর কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভারতের বাঁধ ছেড়ে দেয়ায় হঠাৎ করেই বন্যার সৃষ্টি হয়েছে নোয়াখালি, কুমিল্লা, ফেনী ও লক্ষীপুর জেলায়। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। প্রাকৃতিক এই দূর্যোগের সময় আমাদের দু’টি প্রতিষ্ঠান আজাদ-রিফাত ফাইবার্স ও আজাদ নীট কম্পোজিট এবং এমেরিকান প্রবাসীদের গড়া নন প্রফিটেবল অর্গানাইজেশন ‘ভালো সেন্টার’ এর যৌথ উদ্যোগে আমরা সাধ্যনুযায়ী ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশাকরি সমাজের বিত্তবানরা এভাবেই বানভাসীদের পাশে দাঁড়াবে।

RSS
Follow by Email