শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
জেলাজুড়েসদর

বন্যার্তদের পাশে খানপুরের বন্ধুমহল

লাইভ নারায়ণগঞ্জ: বন্যার্থদের পাশে ত্রান নিয়ে দাড়িয়েছে খানপুরের বন্ধুমহল। প্রায় ৪০০ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর জমিদার বাজারের দুর্গম অঞ্চলে যাচ্ছে তারা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানায় খানপুরের বন্ধুমহল।

ত্রানের সেই প্যাকেটগুলোতে থাকছে, বিশুদ্ধ পানি, চিড়া, মুড়ি, বিস্কুট, রুটিসহ চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, শুকনা মরিচ, মোমবাতি, দিয়ারশাইল, ঔষধসহ আরো অনেক কিছু।

প্রবাসী বন্ধু আরজু শেখ জনিসহ এই উদ্যোগে কাজ করছে সাঈদ, রাজীব, রনি, ফারুক, ইরান, পারভেজ, আরিফ, বাচ্চু, মনির, রাজু, দীপু, সুজন, বাবু, সোহেল, কমল, তুষার, মাসুম, সুমনসহ আরো অনেকে।

এ বিষয়ে সাঈদ বলেন, আমাদের বন্ধুদের সীমিত সামর্থে্যর মধ্যে চেষ্টা করেছি বানভাসি কিছু মানুষের পাশে দাঁড়ানোর। আজ রাতে আমরা নোয়াখালীর জমিদার বাজারের উদ্দেশ্যে রওনা দিবো। সেখান থেকে দুটি ট্রলারে দুর্গম এলাকাতে ত্রাণ বিতরণ করবো। আমাদের ইচ্ছা আছে সেখানে ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করার। সেই প্রস্তুতি নিয়ে আল্লাহর ইচ্ছায় আমরা যাচ্ছি।

RSS
Follow by Email