বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
রাজনীতিসদর

বন্যার্তদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ত্রাণ সংগ্রহ

লাইভ নারায়ণগঞ্জ: ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের ১০/১২ টি জেলায় মারাত্মক বন্যায় জনজীবন খুবই বিপর্যস্ত। জেলাগুলির বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানি বন্দি। বাড়িঘর ভেসে যাওয়ায় খাদ্যের অভাবে মানুষ মানবেতর জীবন অতিবাহিত করছে।

তাদের সহায়তা করার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী শহরের মন্ডলপাড়া, বাবুরাইল কালীর বাজার, ২ নং রেল গেইট, রাসেল পার্কসহ কয়েকটি এলাকায় মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা আক্তারসহ নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email