মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েসদর

বন্ধ ফ্রি ট্রলার চালুর দাবিতে ছাত্রদের স্মারকলিপি প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: বন্ধ ফ্রি ট্রলার পুনরায় চালুর দাবিতে বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বন্দর ১ নং খেয়াঘাটে ছাত্র সমাবেশ ও পরবর্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় মুন্নী সরদারের নেতৃত্বে ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কবি ও লেখক রইস মুকুল, কমিউনিস্ট পার্টি বন্দর শাখার নেতা শরীফ হোসেন, আবু রায়হান হিমু, তনিমা শারমীন, শরীফুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে বন্দর হতে কয়েক লক্ষ লোক প্রতিদিন পারাপার হয়। এই দুমুর্ল্যের বাজারে জনগনের জীবন ও জীবিকার কথা চিন্তা করে বন্দর ১ নং খেয়াঘাটসহ বিভিন্ন ঘাটে ফ্রি ট্রলার সার্ভিস পুনরায় চালু করতে হবে। ঘাট এরিয়ায় পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, যাত্রী ছাউনি, নারী বান্ধব জেটি ও স্বাস্থ্যসম্মত টয়লেট এর ব্যবস্থা করতে হবে। আগামীতে ইজারা কমিটির মাধ্যমে নির্দিষ্ট ফি নির্ধারন করতে হবে। নৌপথে দুর্ঘটনা এড়াতে দিনের বেলা
বাল্কহেড চলাচল বন্ধ করতে হবে। যত্রতত্র চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজি বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

RSS
Follow by Email