বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led05জেলাজুড়েস্বাস্থ্য

বন্ধের নির্দেশের তালিকায় যে ১৬ টি হাসপাতাল-ক্লিনিক

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা ঘটে। এর পর সচিবালয় থেকেই কড়া নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। নারায়ণগঞ্জে লাইসেন্সহীন ১৬ টি হাসপাতাল- ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান। যে ১৬টি হাসপাতাল- ক্লিনিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো,১. নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল ইউনিট ২,নবাব সলিমুল্লা রোড
২. নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল, পশ্চিম দেওভোগ, নাগবাড়ি
৩. স্টার লাইফ হাসপাতাল, প্রেসিডেন্ট রোড
৪. আয়শা জেনারেল হসপিটাল এন্ড ল্যাব, মজিদ খানপুর
৫. রোগ মুক্তি মেডিকেল সেন্টার, আদর্শনগর ফতুল্লা
৬. ভুলতা আপোলো হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার, ভুলতা রূপগঞ্জ
৭. এনসিসি, এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার, পশ্চিম দেওভোগ
৮. মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বারদী সোনারগাঁ
৯ অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এন্ড হেলথ সার্ভিসেস, মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁ
১০. মক্কা ল্যাব এন্ড ডায়গনস্টিক সেন্টার, বরপা
১১. মনোরমা জেনারেল হসপিটাল এন্ড অর্থোপেডিক সেন্টার, সিদ্ধিরগঞ্জ
১২. সোনারগাঁও ডায়াবেটিক হাসপাতাল, সোনারগাঁও
১৩. সিপিএইচডি নারায়ণগঞ্জ হেলথ কেয়ারি লি. রূপগঞ্জ
১৪. আড়াইহাজার ডায়াবেটিক হাসপাতাল, আড়াইহাজার
১৫. পানাম নগর চক্ষু হাসপাতাল সোনারগাঁও
১৬. ইমন ডায়গনস্টিক সেন্টার, খানপুর মেইন রোড

সিভিল সার্জেন জানান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মোট ১৬ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সারা জেলার মোট ২০০ টি হাসপাতাল-ক্লিনিক আছে। আমরা অভিযান চালাচ্ছি। লাইসেন্সহীন আরও হাসপাতাল-ক্লিনিক থাকলে তাদেরও বন্ধের নির্দেশ দেওয়া হবে।

RSS
Follow by Email