মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led05আড়াইহাজার

বন্ধুর পিস্তল হাতে ছবি তুলে ভাইরাল, যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার উপজেলার সাবিদ হোসেন (২০) নামের ওই যুবককে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। সে উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদকে আটক করে। তবে অস্ত্রটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক সাবিদের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওতে দেখানো অস্ত্রটি তার নয়, বরং ঢাকা থেকে আসা তার দুই বন্ধুর। সাবিদ কৌতূহলবশত অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেছিল এবং তার এক বন্ধু ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনপ্রিয়তা লাভের জন্যই এই কাজটি করা হয়েছে।

ওসি আরও জানান, সাবিদের তথ্যের ভিত্তিতে ওই দুই বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RSS
Follow by Email