বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েবন্দর

বন্দর শিল্পকলা একাডেমির অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির অগ্রগতি প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল ৪টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা শিল্পকলা একাডেমি’র সভাপতি এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। সভায় শিল্পকলা একাডেমি’র নতুন ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ,নিয়মিত ক্লাস চালু করাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় শিল্পকলা একাডেমি’র অগ্রগতি নিয়ে আলোচনা করেন একাডেমি’র সাবেক সহ—সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু,মোয়াজ্জেম হোসেন নুর,কার্যনির্বাহী সদস্য ও নৃত্য প্রশিক্ষক রোকসানা রহমান সামিয়া,ফজল করিম,ফিরোজ আল মুজাহিদ দুলাল,সঙ্গীত প্রশিক্ষক মিতু মোরশেদ,শেখ তাফসির আহম্মেদ,তবলা প্রশিক্ষক সাগর দাস, সদস্য হেলেনা আক্তার,বিমল চন্দ্র ঘোষ,এমদাদুল হক মিলন,সাইদুর রহমান সরদার প্রমূখ।

RSS
Follow by Email