বুধবার, মে ২১, ২০২৫
Led05গণমাধ্যম

বন্দর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সভা, ২৬ জুন নির্বাচন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বন্দর প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জানানো হয়, ২০২৫-২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য আগামী ১৫ ও ১৬ জুন মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৬ জুন বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই, ১৮ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ২৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব।

সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়ার সভাপতিত্বে ও ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, আতাউর রহমান, সরদার মোহাম্মদ আলীম, মো. কবির হোসেন, সহ-সভাপতি মেহেবুব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক মো. শাহ জামাল, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, নির্বাহী সদস্য জি.এম. মজনু, নূরজ্জামান মোল্লা, নাসির উদ্দিন, স্থায়ী সদস্য শহীদুজ্জামান ফিরোজ, লতিফ রানা, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও মামুনুর রহমান।

RSS
Follow by Email