সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দর প্রেসক্লাবের সদস্য জাহিদের মা’র মৃত্যুতে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসো.’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল আলম জাহিদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

রবিবার (৩ মে) জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জ্ঞাপন করা হয়।

মরহুমার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার (২ মে) সকালে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভার জনিত রোগে আক্রান্ত ছিলেন।

RSS
Follow by Email