বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03বন্দররাজনীতি

বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সেলিম ওসমানের দেড় ঘন্টা আলোচনা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রায় দেড় ঘন্টা একক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

রোববার (৯ জুন) বেলা ১২টায় বন্দর উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

এসময় স্থানীয়দের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, বন্দরবাসীর কাছে আমি বার বার অনুরোধ করছি, আপনারা আপনাদের জমি বিক্রি করে দিয়েন না। এই বন্দর কি হবে, তা আপনি কল্পনায়ও দেখেন নাই। কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার প্রায় দেড় ঘন্টা একক ভাবে বন্দর নিয়ে আমার আলোচনা হয়েছে।

সেলিম ওসমান বলেন, শান্তিচরের জমি একোয়ার করতে গিয়ে দেখি এর কাগজপত্র কই গেলো কেউই জানে না। ১৫০০ বিভা জমি ছিলো। এই জমি খায় কে। কারা খাচ্ছে। আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নিবো না। আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে।

এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

RSS
Follow by Email