শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04বন্দর

বন্দর থানা পরিদর্শনে জেলা প্রশাসক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থানা কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে থানায় আসনে তিনি। এসময় বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

জেলা প্রশাসক থানার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরবর্তীতে থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে বন্দরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কী করণীয়, নাগরিক সেবা বাস্তাবায়নে কী পদক্ষেপ নেওয়া যায়, নানান বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক নারায়ণগঞ্জের উদ্দেশ্য বন্দর থানা ত্যাগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, জেলা প্রশাসন হতে বার্ষিক পরিদর্শনে থানায় এসেছিলেন জেলা প্রশাসক। এসময় থানার বিভিন্ন অংশ পরিদর্শন এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

RSS
Follow by Email