বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
Led04বন্দর

বন্দর গার্লস স্কুলের ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার, মামলা দায়ের

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ষষ্ঠ শ্রেণির এক ১৩ বছরের স্কুলছাত্রীকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই রিপন বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর: ২(৭)২৫।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ধর্ষক সিয়ামকে (১৮) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সিয়াম বন্দর থানার ২২নং ওয়ার্ডের এস এম শাহ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ভাড়াটিয়া এবং শুক্কুর মিয়ার ছেলে। পুলিশ মঙ্গলবার দুপুরে সিয়ামকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার বন্দর বাজার এস এম শাহ রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ফাঁকা টিনশেড রুমে এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার বাদী রিপন তার পরিবার নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। অভিযুক্ত সিয়াম ও তার পরিবারও একই বাড়িতে প্রায় ৩ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভুক্তভোগী স্কুলছাত্রী তার রুম থেকে বড় ভাইয়ের রুমে আসার সময় অভিযুক্ত সিয়াম পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। এরপর জোরপূর্বক বন্দর বাজারস্থ এস এম শাহ রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ফাঁকা টিনশেড রুমে নিয়ে যায়। ওই সময় স্কুলছাত্রী চিৎকার ও চেঁচামেচি করলে লম্পট সিয়াম ভুক্তভোগীর ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফেলে। এরপর ফ্লোরে ফেলে পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে সিয়াম কৌশলে পালিয়ে যায়।

পুলিশ ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওই দিন দুপুরে ২২ ধারায় আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

RSS
Follow by Email