শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led05বন্দরসিদ্ধিরগঞ্জ

বন্দর ও সিদ্ধিরগঞ্জে ডিবির পৃথক অভিযান, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা এর তত্ত্বাবধানে এবং গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টায় সাব-ইন্সপেক্টর (নিঃ) রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন সোনাচড়া (১ নং ঢাকেশ্বরী) এলাকায় অভিযান পরিচালনা করেন। ঢাকেশ্বরী কবরস্থানের সামনের পাকা রাস্তা থেকে ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আকাশ সোনাচড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে, পরদিন রাত সোয়া ৯টা সাব-ইন্সপেক্টর (নিঃ) মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালান। সানারপাড় টু ডেমরাগামী রাস্তা সংলগ্ন শুভেচ্ছা লেডিস টেইলার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুর ইসলাম শাওন (২৮) নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শাওন সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম শাওন এর নামে ইতোপূর্বে আরও ৯ টি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


RSS
Follow by Email