বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led05জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দর উপজেলা নির্বাচনের ফল ঘোষণা হবে যেখানে

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। দিনব্যাপি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার জন্য স্থান নির্ধারণ করেছে নির্বাচন কমিশনার।

সোমবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ বন্দর উপজেলা পরিষদের মিলনায়তন এ স্থাপন করা হয়েছে। ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হতে প্রথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

RSS
Follow by Email