বন্দর উপজেলায় তুলনামূলক পাশের হার কম
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুলনামূলকভাবে কম পাশের হার লক্ষ্য করা গেছে। উপজেলায় মোট ১ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে মাত্র ৮২৫ জন উত্তীর্ণ হয়েছে। এতে বন্দর উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৫৯.৩৬ শতাংশ, যা নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক গড় পাশের হারের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বন্দর উপজেলা কিছুটা পিছিয়ে আছে; এ বছর এখান থেকে মাত্র ৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বন্দর, নারায়ণগঞ্জ কর্তৃক প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ব্যাপক তারতম্য দেখা গেছে। নাজিম উদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয় ৯৮.০০% পাশের হার নিয়ে শীর্ষে থাকলেও, কিছু বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত হতাশাজনক। যেমন, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে মাত্র ৪৪.১২% এবং গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ণ একাডেমীতে ১৪.৪৩% শিক্ষার্থী পাশ করেছে। আলহাজ্ব ফজলুল হক গার্লস হাই স্কুলেও পাশের হার ২৯.৬৩%।
উজ্জ্বল দৃষ্টান্ত: নাজিম উদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয় (৯৮.০০% পাশ, ২ জন A+), কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (৯২.৫৪% পাশ, ৫ জন A+), শামসুজ্জোহা এম ভি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (৬০.২৬% পাশ, ২ জন A+) ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ (৬৮.৭৫% পাশ, ২৩ জন A+) তুলনামূলক ভালো ফল করেছে। বিশেষ করে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ এর সংখ্যা উল্লেখযোগ্য।
মধ্যম মানের ফল: কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় (৭৩.৯৫%), মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় (৫৫.৬১%), বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ (৫৯.০৯%), সরকারী হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ (৭৯.২৫%) এবং ঢাকেশ্বরী মিলস স্কুল এন্ড কলেজ (৬৮.৫৯%) মধ্যম মানের ফল দেখিয়েছে।
হতাশাজনক ফল: মিরকুন্ডি উচ্চ বিদ্যালয় (৫০.০০%), পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় (৪৯.১৪%), মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় (৪৪.১২%), নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় (৫১.৩৪%), সিকদার আঃ মালেক উচ্চ বিদ্যালয় (৪৩.৭৫%), আলহাজ্ব ফজলুল হক গার্লস হাই স্কুল (২৯.৬৩%) এবং গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ণ একাডেমী (১৪.৪৩%) এর মতো প্রতিষ্ঠানগুলোর ফলাফল উদ্বেগজনক।