বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ : বন্দরের মদনপুর এলাকায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে র‍্যাব-১১’র একটি দল।

শনিবার (২৩ ডিসেম্বর) মদনপুর এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, আকতার আহম্মদের ছেলে জাহেদুল হক (২০), নুর হোসেনের ছেলে জুবাইর হোসেন (২৪) এবং কক্সবাজার জেলার রামু থানার সিকদার পাড়া এলাকার আলী আকবরের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০)।

আটককৃতদের থেকে মোট ৯ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email