সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led02ধর্মবন্দর

বন্দরে ৮০ বছরের পুরনো মন্দির পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয় মন্দির পরিদর্শনে এসেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দরের ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির কাজ দেখেন। তিনি প্রতিমা তৈরির বিষয়ে খোঁজখবর নেন। যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক পূজা চলাকালীন মণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজা কমিটিকে বেশ কিছু নির্দেশনাও দেন। দর্শণার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উপভোগ করতে পারে, সে ব্যাপারে তিনি দিক-নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনে মন্দির কমিটি সন্তোষ প্রকাশ করেছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, তার উপস্থিতি ও সহযোগিতা পূজার সুষ্ঠু আয়োজনে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরিদর্শনের শেষে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয় মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

মন্দির কমিটি জানায়, প্রতি বছরই এখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। বিশেষ করে অষ্টমীর দিনে প্রচুর ভিড় হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসকের এই পরিদর্শন ও সহযোগিতার আশ্বাস তাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে তারা আশা করছেন।

RSS
Follow by Email