বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
বন্দর

বন্দরে ৬ তলা ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাতৃছাঁয়া নামে একটি ৬ তলা ভবনে সেপটিক ট্যাংকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে প্রান হানি বা আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ৭টায় বন্দর লেজারস আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।

সেপটিক ট্যাংকি বিস্ফোরণ খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোণে ভবনের ও বাড়ি আসভাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ জানান, সেপটিক ট্যাংকি বিস্ফোরনে ৬ তলা ভবনের নিচতলা ২টি ফ্লাটে ব্যাপক ক্ষতি সাধন হয়। ফ্লাটে কেউ না থাকার কারনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেপটিক ট্যাংকি বিস্ফোরণের পর থেকে বাড়ি মালিক পলাতক রয়েছে।

RSS
Follow by Email