শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led04বন্দর

বন্দরে ২ যুবকসহ কিশোর আটক, ২০ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ২ যুবকসহ এক কিশোরকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। সোমবার (২৫ নভেম্বর) সকালে লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা কোতয়ালী মঙ্গলটুলির ধর্মপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে প্রাইভেটকারের ড্রাইভার মো. জসিম উদ্দিন (৩০), একই মৃত আবু তাহের ওরফে তারুমিয়ার ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে ইমাম (২০) এবং ওমর ফারুকের ছেলে মো. পিয়াস হোসেন (১৬)।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, যে আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে, জব্দকৃত প্রাইভেটকারে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কয় বিক্রয় করে আসছিল। আটকৃত আসামি পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে ঘটনাস্থলে জব্দকৃত প্রাইভেটকারে করে বিক্রয়ের উদ্দেশ্যে, ২০ কেজি গাঁজা পরিবহনকালে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে তাদেরকে আলামতসহ গ্রেপ্তার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। আটককৃতদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email