বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দরে ১ কোটি টাকা অর্থায়নে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ধামগড় ইউনিয়নের কামতাল ঘাট থেকে ললিত সাধুর আশ্রম পর্যন্ত জেলা পরিষদের ১ কোটি টাকার অর্থায়নে সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। নির্মাণাধীন এ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল। (৫ জুন) বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে দোয়া মাহফিল ও ফলক উন্মোচন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত,ধামগড় ইউপি’র ৩নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, উক্ত নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাসবীয়াহ এন্টার প্রাইজের স্বতাধিকারী জাবেদ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email