বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04বন্দর

বন্দরে হারিয়ে যাওয়া মরিময় ফিরলো নিজ ঠিকানায়

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে হারিয়ে যাওয়া শিশু মরিয়ম অবশেষে নিজ ঠিকানায় পৌছাঁতে পেরেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বন্দর থানা পুলিশের সহায়তায় শিশু মরিয়মকে পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে, ৭ ডিসেম্বর বন্দরে পুরান বাজার কাজীবাড়ির সামনে এব শিশুকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন। শিশুকে নাম পরিচয় জিজ্ঞেস করলে জানায়, তার নাম মরিয়ম। তার বাসা বরিশাল এবং মা ও বাবা মারা গিয়েছে জানায়। পরে রবিউল শিশু মরিয়মকে বাড়িতে নিয়ে আসে। এরপর রবিউল হোসেন তার নিজের সন্তানের মতোই যত্ন করতে থাকে। এক পর্যায়ে রবিউল হোসেনের স্ত্রী বন্দর থানায় মরিয়মকে নিয়ে আসে এবং মরিয়মের পরিবারের অনুসন্ধানে সহায়তার কথা জানান।

এব্যাপারে বন্দর থানার এসআই বকুল লাইভ নারায়ণগঞ্জকে জানান, শিশু মরিয়ম বাড়ি কুমিল্লা ও তার মামার বাড়ি বরিশাল। বন্দরে নবীগঞ্জ এলাকায় মরিয়ম হারিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি মরিয়মকে বাড়িতে নিয়ে আসে। পরে তার পরিবারের অনুসন্ধানের জন্য শিশুকে থানায় নিয়ে আসে। আমরা অনেক চেষ্টার পর আমরা শিশুর ভাই ও মামার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার রাতে মরিয়মকে তার ভাই ও মামার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

RSS
Follow by Email