শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05বন্দর

বন্দরে হরিপুর বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে হরিপুর বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টা করা হয়েছে। আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টা করেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ৪১২ মেগাওয়াটের হরিপুর বিদ্যুৎকেন্দ্রটির কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রায় ৪৫ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তীতে প্রশাসন থেকে কর্মকর্তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ চলছে, সব স্বাভাবিক আছে।

RSS
Follow by Email