বন্দরে স্কুল ছাত্রী আত্মহত্যার অভিযোগ, ২দিন পর মামলা
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার আমৈর কান্দাপাড়াস্থ নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে। এই ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে বন্দর থানায় নিহত ছাত্রীর পিতা বশির আহাম্মেদ বুলবুল বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
নিহত ছাত্রীর নাম জান্নাতুল বুসরা ওরফে স্বপ্না (১৬)। সে বন্দর উপজেলার আমৈর কান্দাপাড়া এলকার বশির আহাম্মেদ বুলবুলের মেয়ে। সে সামছুল হক খান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণী ছাত্রী।
পুলিশ জানায়, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহের সুরুতহাল রির্পোট তৈরি করি। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি। তাৎক্ষনিক ভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। তবে আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।