বন্দরে সোহান হত্যা মামলার আসামি সুমন গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে কিশোর সোহান হত্যা মামলার আসামি সুমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ তাকে বন্দর থানার ১৯(১০)২৪ নং মামলায় আদালতে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৩ অক্টোবর বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের রূপালী বাগান এলাকায় প্রতিপক্ষের হামলায় কিশোর সোহান নিহত হয়। নিহত সোহান ছিলেন হোসিয়ারি শ্রমিক সালাম মোল্লার ছেলে। পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে কাজল ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছিল।