সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led05বন্দররাজনীতি

বন্দরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বন্দর থানা পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্য বিরোধী ১৪(৮)২৪ ও ১১(৯)২৫ নং পৃথক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা (৫০), যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬) এবং যুবলীগ কর্মী মুন্না (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্ট মাসে ঘটে যাওয়া পৃথক দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী সালিমা হোসেন শান্তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সন্ত্রাসী হামলার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।

অন্যদিকে, ফরাজিকান্দা এলাকার যুবলীগ কর্মী অনিক এবং রেলীবাগন এলাকার যুবলীগ কর্মী মুন্নার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের আগস্টের প্রথম দিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর আ.লীগ ও যুবলীগ নেতাদের হামলার ঘটনায় তারা সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

RSS
Follow by Email