মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led03বন্দর

বন্দরে শুটকি ও আচারে করে ইয়াবা পাচার, তরুণ আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক তরুণকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। বুধবার (৬ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৮‘শ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত তরুণের নাম মোহাম্মদ কায়ুম রায়হান (২০)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করে। চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি বাস থেকে নামার পর সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগে শুটকি এবং আচারের মধ্য হতে তল্লাশি করে ৮ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চক্রটি দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ইতোমধ্যে মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আমরা আদালতে প্রেরণ করেছি।

RSS
Follow by Email