শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
Led04বন্দর

বন্দরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক শিশু (১০)কে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

অভিযুক্ত বৃদ্ধের নাম আনোয়ার হোসেন (৫৯)। সে বন্দরের বাগবাড়ি এলাকার মৃত গফুর মিয়ার ছেলে।

মামলা এজহারের বরাত দিয়ে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, আনোয়ার হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানায় জানান। পরে বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা অভিযুক্ত আনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email