বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Led03বন্দর

বন্দরে শাহ সিমেন্ট‘র ট্রাক আটকে দিল স্থানীয়রা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে শাহ সিমেন্ট‘র ট্রাক চাপায় অটো চালক মাসুদের মৃত্যুর ঘটনায় মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ধামগড় ভাংতি এলাকায় এই ঘটনা ঘটে।

এসময়ে শাহ সিমেন্টের বেশ কয়েখটি ট্রাক আটকা পড়ে যায় ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুপুর ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ায় ও শাহ সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ না করার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সড়ক অবরোধ করে শাহ সিমেন্টের ট্রাক আটকে দেওয়া হয়। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পর অবরোধ তুলে নেওয়া হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। শাহ সিমেন্টের কয়েকটি ট্রাক আটকে রাখা হয়। পরে কারখানার কর্তৃপক্ষ তাদের সাথে কথা বললে, তারা সড়ক থেকে সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে, ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ধামগড় ভাংতি এলাকায় শাহ সিমেন্টের ট্রাকের চাপায় নিহত হন মাসুদ মিয়া। সে ধামগড় কুড়িপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।

RSS
Follow by Email