বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
বন্দর

বন্দরে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের ৬শ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্দ্যেগে ৬শ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

এ কর্মসূচীতে ছিল, দৃষ্টি শক্তি পরীক্ষা, ছানী রোগী বাছাই, ডায়াবেটিস রোগ নির্ণয়, হেল্থ কেয়ার ক্যাম্প, গাছের চারা বিতরন। এছাড়াও জেলা গভর্নরের কল “মানবতা আমাদের অনুপ্রেরণা” কার্যক্রমের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিথ ছিলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন এমরান ফারুক মঈন রানা, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান লায়ন হায়দার আলী বাবলু ,রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( পিজিজি অনার ডে) লায়ন সাইদুল্লাহ হৃদয়, রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার (কর্ডিনেটর নারায়নগঞ্জ) লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল, সেক্রেটারী লায়ন মোঃ আলাল উদ্দিন এম জে এফ, ট্রেজারার শামসুর রহমান কাজল, লায়ন এ্যাডভোকেট বিল্লাল হোসেন, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডপন্ট মোঃ রিফাদ সহ ক্লাবের লায়ন ও লিও অন্যান্য সদস্যরা।

RSS
Follow by Email